বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

৪, ৬, ৬, ২, ৬- শেষ ওভারের চমকে জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

অবশেষে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ব্যবধান কমালে ইংরেজরা। শনিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। সৌজন্যে ফিল সল্টের দুর্দান্ত শতরান এবং অধিনায়ক বাটলারের ধৈর্যশীল ইনিংস। যদিও এদিন নজর সবচেয়ে বেশি কেড়েছে শেষ ওভারে হ্যারি ব্রুকের মারকুটে ব্যাটিং। শেষ ৬ বলে দরকার ছিল ২১ রান এবং তা ৫ বলেই পূরণ করে দেন ব্রুক। গত শনিবার সেন্ট জর্জেস স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ডকে ২২৩ রানের লক্ষ্যমাত্রা রাখে ওয়েস্ট ইন্ডিজ। তবে রান তাড়া করতে নেমে, শুরু থেকেই আক্রমনাত্মক ব্যাটিং করতে থাকে দুই ওপেনার ফিল সল্ট ও অধিনায়ক বাটলার। এই দুজনের ১১৫ রানের পার্টনারশিপ ম্যাচে ফেরায় ইংল্যান্ডকে। কিন্তু মাঝের ওভারগুলিতে উইকেট পড়ে যেতে চাপে পড়ে ইংল্যান্ড এবং অবশেষে শেষ ওভারে ইংল্যান্ডের সামনে প্রয়োজনীয় রান এসে দাঁড়ায় ২১। এখানেই নায়ক হয়ে দাঁড়ান দলের এক তরুণ ব্যাটার হ্যারি ব্রুক। রোভম্যান পাওয়েল বল দেন আন্দ্রে রাসেলকে এবং এক বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেন তিনি।
রাসেলের বলে কার্যত তা-ব চালান ব্রুক। ওভারের প্রথম বলেই চার মেরে শুরু করেন তিনি। এরপর পরপর দুটি ছক্কা। মাঝে একটি ২ রান নিয়ে ফের ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন। আর শেষ ওভারের সেই ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল হওয়ায় অজস্র প্রশংসা কোড়ান তিনি। এমনকি, দলের অধিনায়ক পর্যন্ত তার এই দ্রুত গতির ইনিংসের প্রশংসা করেন। ৭ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন তিনি। এর মধ্যে রয়েছে ৪টি ছয় এবং একটি চার।
উল্লেখ্য, এদিন টসে জিতে রোভম্যান পাওয়েলদের র্প্বথমে ব্যাট করতে পাঠায় বাটলার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৮২ রান করে ওপেনার ব্রেন্ডন কিং। এছাড়া অধিনায়ক পাওয়েল করেন ৩৯। ইংল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান আদিল রাশিদ ও স্যাম কারান এবং একটি করে উইকেট তোলেন মইন আলি ও রিস টপলি। জবাবে রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। শতরান করেন ওপেনার ফিল সল্ট। এছাড়া ৫১ রানের গোছানো একটি ইনিংস আসে অধিনায়ক জোস বাটলারের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে একটি করে উইকেট পান আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার ও গুদাকেশ। ম্যাচের সেরা হন ফিল সল্ট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com