ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)- এর উদ্যোগে ‘ইন্টারনাল অডিটরস রোল টুয়ার্ডস অ্যাচিভিং এক্সিলেন্স ইন ব্যাংক’ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান সম্প্রতি একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আইবিটিআরএ-এর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন। এ সময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ রেজাউল করিম ও মোঃ আলিমুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি