চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন এলাকায় টেকসই বন জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় বন নির্ভরশীল ব্যক্তিদের মধ্যে জীবিকা উন্নয়নয়ের জন্য চেক বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। ২০ই ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন ধপে পদুয়া রেঞ্জের আওতাধীন বড়দুয়ারা বিটকাম চেক স্টেশনের আয়োজনে ১৬১ জন দরিদ্র ব্যক্তিকে এই চেক হস্তান্তর করা হয়। চেক বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বন সংরক্ষক মোহাম্মদ দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মনজুর মোরশেদ ও বড়দুয়ারা বিটকাম চেক স্টেশন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। বড়দুয়ারা বিটকাম চেক স্টেশন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, বন নির্ভরশীল দরিদ্র জন গোষ্ঠীর জীবিকা নির্বাহের উন্নয়নের জন্য আমাদের চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা মহোদয়ের নির্দেশনায় প্রকৃত দরিদ্র ব্যক্তিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে চাষাবাদ ও হাঁস-মুরগি, গরু-ছাগল পালন করে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে সুলতানপুর এফ. সি. ভি. এ ৫১ জন উপকার ভোগীর মাঝে ২৫২০০ টাকা করে ১২৮৫২০০ টাকা। পুরানগড় এফ. সি. ভি. এ ৫২ জন উপকার ভোগীর মাঝে ২৫২০০ টাকা করে ১৩১০৪০০ টাকা। চিতামুড়া এফ. সি. ভি. এ ৫৮ জন উপকার ভোগীর মাঝে ২৫২০০ টাকা করে ১৪৬১৬০০ টাকা। সর্বমোট ১৬১ জন উপকার ভোগীর মাঝে মোট ৪০৫৭২০০ টাকার চেক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ১৬১ জন উপকার ভোগীর পরিবার সহ পদুয়া রেঞ্জের সকল স্তরের কর্মকর্তারা, বড়দুয়ারা বিটকাম চেক স্টেশনের সকল স্তরের কর্মকর্তারা ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।