সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

‘সম্মান থাকতে চলে যান’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

জেএসডি’র মিছিলে পুলিশের বাধা
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর মতিঝিলে টয়েনবি সার্কুলার রোডে এ ঘটনা ঘটে। জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, পুলিশ আমাকে সম্মান থাকতে চলে যেতে বলেছেন।
সরজমিন দেখা গেছে, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের নেতৃত্বে ব্যানারসহ একটি মিছিল মতিঝিলে টয়েনবি সার্কুলার রোড হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে গণতন্ত্র মে র সমাবেশের দিকে যাচ্ছিলো। এসময় মিছিলে বাধা দেয় পুলিশ। তখন নেতাকর্মীদের সঙ্গে বাকবিত-া হয় পুলিশের। পরে তানিয়া রব নেতাকর্মীদের নিয়ে চলে যান। এসময় তানিয়া রব বলেন, আমরা মিছিল নিয়ে গণতন্ত্র মে র সমাবেশের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে পুলিশ আমাদেরকে বাধা দেয়। আর পুলিশ আমাকে বলে, সম্মান থাকতে চলে যান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com