সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

ইউসিসি এবং ইউনিকের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

শাহ বুলবুল:
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

এইচএসসি-২০২৩ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইউসিসি গ্রুপের বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক প্রতিষ্ঠান- ইউসিসি এবং মেডিকেল ও ডেন্টাল কেয়ার-ইউনিক। গত ৩০ ডিসেম্বর, রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক-ইমেরিটাস অধ্যাপক ড. এবিএম আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক আনিসুল হক এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. রাকীব আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ড. এম এ হালিম পাটওয়ারী। আনন্দমুখর সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন-আইডিয়াল কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মুহাম্মদ জাহিদ, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল এবং পরিচালক মরিয়ম আক্তার পারভীন। আব্দুল হালিম পাটোয়ারী ফাউন্ডেশন-এর পক্ষে বক্তব্য রাখেন আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আলমগীর হোসেন পাটোয়ারী ও পরিচালক মো. কামাল উদ্দিন পাটোয়ারী। আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন ড. শহীদুল ইসলাম ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্স-এর ডিন প্রফেসর ড. মাহমুদুল হাছান। মনোমুগ্ধকর আয়োজনে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় দুই হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com