খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় পাঁচ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৭ জানুয়ারি (বুধবার) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন কর্তৃক পরিচালিত ফরমেশন এডহক রিক্রুট” দীঘিনালা প্রশিক্ষণ সেন্টারের উদ্যোগে উপজেলার পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থানা পাড়া, চাপ্পা পাড়া, পোমাংপাড়া, কুমিল্লা টিলা, বৌদ্ধ পাড়া সহ আশপাশের এলাকার শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, সোয়েটার, জ্যাকেট, চাদর বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন, ফরমেশন এডহক রিক্রুট” দীঘিনালা প্রশিক্ষণ সেন্টারের প্রধান প্রশিক্ষক লে. কর্ণেল এস এম মাহফুজ মান্নান সুমন (পিএসসি)। এছাড়াও মেজর আব্দুল্লাহ আল মাহিন, ক্যাপ্টেন আব্দুল্লাহ্ আল মাফি, ক্যাপ্টেন দুর্লভ কুমার রায়, ক্যাপ্টেন ফারদিন আফজাল, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রচন্ড এ শীতে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।