মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তর লংগরপাড়া এলাকায় ভুক্তভোগি পরিবারের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগি ফরহাদ আলী। তিনি লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে আমার পরিবার বাড়ির পাশে একটি জমি ভোগদখল করে আসিতেছি। কিন্তু হঠাৎ করেই প্রতিবেশি কামরুজ্জামান শাহীন সেই জমি দখল করে বাউন্ডারি দিয়ে রাখে। এছাড়াও ওই জমিতে যেনো আমি না যেতে পারি সেজন্য আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। শুধু তাই নয়, আমার ১০বছরের একটি ছেলে সন্তানকে চুরির অপবাদ দিয়ে মিথ্যা মামলা করে শাহীন। তার অত্যাচারে আমিসহ আমার পরিবার দিশেহারা। আমার কোন অর্থকড়ি নেই, কোন ক্ষমতা নেই। তাই বিভিন্নভাবে আমাকে হয়রানি করে যাচ্ছে এবং আমাকে উচ্ছেদ করার চেষ্টা করছে। এ বিষয়ে আমি বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েছি। তবে, সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. কামরুজ্জামান শাহীন। তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আমাকে হেয় করার জন্য ফরহাদ আলী সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আঙ্গুর, আব্দুর রাজ্জাক, দ্বীন ইসলাম, খোকন মিয়া প্রমুখ।