চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ নাছিরের সহযোগিতায় ২৬ জন রোগী পেলেন প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিলের চেক। শুক্রবার (১৯ জানুয়ারি) পটিয়ার বিভিন্ন ইউনিয়নের ২৬ জন অসুস্থ রোগীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা ও ত্রাণ সহায়তা তহবিল এর চেক হস্তান্তর করেন পটিয়া থেকে নব নির্বাচিত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির, সহ সভাপতি মো: আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, মেজর জেনারেল (অব:) এম এ ওয়াদুদ, মাসুদ গ্রুপের চেয়ারম্যান ও মাসুমা করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শফি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মো : হারুনুর রশিদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দীন,চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম, চেয়ারম্যান আবুল কাশেম, চেয়ারম্যান মো: সেলিম, চেয়ারম্যান এহসানুল হক, চেয়ারম্যান মাহবুবুর রহমান, চেয়ারম্যান মো: বখতিয়ার, চেয়ারম্যান এম এ হাশেম,চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান খোকন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য আ ন ম সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: গোলাম কিবরিয়া প্রমূখ। এসময় প্রধান অতিথি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে গরীব অসহায় মানুষের মাঝে চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন, তাঁর নেতৃত্বে দেশের অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। আমাদের আগামী প্রজন্মের কল্যাণে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রেখে যাওয়ার জন্য অগ্রগতির এই ধারা অব্যাহত রাখার দায়িত্ব আমাদের সকলের। আমাদের দেশ যেন আর পিছিয়ে না যায় সেজন্য দেশের নাগরিক হিসেবে আমাদের সকলের দূরদর্শী ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একসময় বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষি জমি কমে গেছে কিন্তু তারপরও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালে মধ্যে আমরা দেশকে দারিদ্রমুক্ত করবো সেই লক্ষ্য নির্ধারণ করে দেশ এগিয়ে যাচ্ছে। পটিয়া পৌরসভাকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।