বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

কাশিয়ানীতে চিকিৎসকদের মানববন্ধন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতর্ব্যরত চিকিৎসক,নার্স,কর্মচারীদের মারধরসহ এ্যাম্বুলেন্স ও স্থাপনা ভাংঙ্গচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে কাশিয়ানী ১০০ শষ্যা বিশিস্ট হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মচারিরা। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে সোমবার বেলা সাড়ে (সাড়ে বারোটায়) ১২ টায় কাশিয়ানী উপজেলা ১০০ শষ্যা বিশিস্ট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তত্ত্বধায়ক ডাঃ মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে হাসপাতালের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ গোলাম মোস্তফা, বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মাসুদ করিম, আর এম ও মেডিকেল অফিসার ডাঃ আমিনূল ইসলাম,সেবিকা মনিরা পরভিন প্রমূখ। এ সময়ে আন্দোলনকারিরা অপরাধীদের গ্রেফতার ও শাস্তি দাবী করেন। অন্যাথ্যায় তীব্র আন্দোলনের হুমকী দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com