বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আমরা এ দেশে আন্দোলন চালিয়ে যাবো যত দিন গণতন্ত্র ফিরে না আসবে। তিনি বলেন, আওয়ামী লীগ যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এ থেকে ফিরে আসুক। গতকাল শনিবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।ড. মঈন খান বলেন, এই সরকার কালো পতাকার ছায়ায় নিরবিচ্ছিন্ন হয়ে পদত্যাগ করতে বাধ্য হবে।
তিনি বলেন, পুলিশ দিয়ে গায়ের জোরে নির্বাচন করেছে সরকার কিন্তু জনগণ এই নির্বাচনে অংশ নেয়নি। সরকারের সেইদিন পরাজয় হয়েছে। নির্বাচনে সরকার যত শতাংশ দেখাতে বলেছে ঠিক নির্বাচন কমিশন তত শতাংশ ভোট-ই দেখিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। ‘বিএনপি জনগণের দল, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের লাখ লাখ মানুষ বুকের রক্ত দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায়। কারো পরাধীনতার জন্য নয়, এ দেশের মানুষ গণতন্ত্র চায়। এজন্য ৭ জানুয়ারি নির্বাচন তারা প্রত্যাখ্যান।