সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন

মিরসরাইয়ে শ্রেণিকক্ষ সংকটে গাছতলায় পাঠদান

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

চট্টগ্রামের মিরসরাই উপজেলার অলিনগর লায়লা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে মাঠের একপাশে গাছ তলায় চলছে পাঠদান। বিদ্যালয়ের বয়স অর্ধশতবছর পেরিয়ে গেলেও শ্রেণীকক্ষ সঙ্কট দূর হয়নি। বার বার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যালয় ভবন নির্মাণের আশার কথা শোনালেও সমস্যার সমাধান হয়নি। জানা গেছে, উপজেলার করেরহাট ইউনিয়নে অবস্থিত অলিনগর লায়লা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয় ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খোন্দকার এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এটি উপজেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের বাস্তবায়নে ৮ কক্ষ বিশিষ্ট দু’তলা ভবন নির্মাণ করা হয়। এছাড়া অফিস কক্ষ রয়েছে ৩টি এবং জরাজীর্ণ টিনশেডের কক্ষ রয়েছে ১টি?। বিদ্যালয়ে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত আছে। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় ৯৩ শতাংশ ছিল পাসের হার। শিক্ষক রয়েছেন ১২ জন তবে আরো ৫ জন শিক্ষকের শূন্যপদ রয়েছে বলে জানা যায়। ৬ষ্ঠ ও ৮ম শ্রেণীতে দুই শাখা করে রয়েছে। গ্রুপ ভিত্তিক পাঠদানের সময় প্রতিদিন ৩ থেকে ৪ টি ক্লাশ খোলা আকাশের নিচে গাছতলায় নিতে হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের পাশাপাশি পর্যাপ্ত শিক্ষক নেই, অপর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা, রয়েছে ব্যাঞ্চ সঙ্কট, জাতীয় দিবস উদযাপনের জন্য শহীদ মিনার পুনঃনির্মাণ প্রয়োজন যেটি আছে সেটি ছোট এবং ভাঙ্গা। তবে ভবনের জন্য নির্ধারিত জায়গা রয়েছে। বিদ্যালয়ে দুপুুরে গিয়ে দেখা যায়, হিন্দু ধর্মের শিক্ষিকা রুমা রাণী সেন ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের মাঠের একপাশে খোলা আকাশের নিচে পাঠদান করছেন। শিক্ষার্থীরা বসে আছে ইঁটের গাঁথুনির উপর। দিনের পর্যাপ্ত আলো,প্রাকৃতিক বাতাস ও গ্রামের মনোরম পরিবেশে শিক্ষার্থীরা পড়াশুনা করছে। তবে বর্ষাকালে তাদেরকে বিম্বড়নায় পড়তে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন কুমার দে বলেন, বিষয়টি নিয়ে আমি কর্তৃপক্ষ অবগত করেছি এবং বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একটি নতুন ভবন নির্মাণ করা হলে শ্রেণীর সমস্যা থাকবে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বিদ্যালয়ের ভবন সঙ্কট রয়েছে দীর্ঘদিন ধরে। বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা কমিটিতে আলোচনা হয়েছে। আগামী অর্থবছরে নতুন ভবন পাওয়ার কথা রয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com