নরসিংদী রায়পুরায় ‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানে মুখরিত হয়ে শনিবার (২ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে আনন্দঘন পরিবেশে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহিদ চৌধুরী। অন্যদের মাধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার আজহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল রফিকুল ইসলাম, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নুর উদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ। এসময় উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলাম বলেন, ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে। ছবি ও হাতের আঙ্গুলের ছাপ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভুল ও সঠিক তালিকা তৈরি সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সরকারের সঠিক নীতির কারণে আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি বলে জানান।