ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।অতি শীঘ্রই সড়কের জন্য নির্ধারিত জায়গার স্থাপনা ভাঙ্গার কাজও শুরু হবে। ৬ লেন সড়কের জন্য নির্ধারিত জায়গার মধ্যে কালিগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদ ভবনটি পড়েছে। এই মসজিদটিতে শহর ও দুর্দান্ত থেকে আগত অনেক মুসল্লি নিয়মিত সালাত আদায় করে থাকেন।তাই বাসস্ট্যান্ড সংলগ্ন পুনরায় নতুন একটি মসজিদ নির্মাণের জন্য মৃত আলহজ আমজেদ আলী বিশ্বাসের ৬ ছেলে ও ১ মেয়ের সম্মতিতে ওয়ারেশ সুত্রে প্রাপ্ত ১০ শতাংশ জমি দান করেছেন তার পরিবারের সদস্যরা ।নতুনভাবে নির্মিত আলহাজ্ব আমজেদ আলী বাইতুল আমান জামে মসজিদের নির্ধারিত স্থান মসজিদ কমিটির কাছে বুঝিয়ে দেওয়া উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায়।যশোর রোডের পাশে ম্যাক্সি সুপার মার্কেটের পিছনে ১০ শতাংশ জমির উপরে নতুনভাবে নির্মাণ করা হবে মেইন বাসস্ট্যান্ডের আলহাজ্ব আমজাদ আলী বায়তুল আমান জামে মসজিদ। এ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত আলহাজ্ব আমজাদ আলী বিশ্বাসের ছেলে আলহাজ্ব আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ খোকন,দৌহিত্র সাহেদ কবির লিমন, হুমায়ুন কবির বিপ্লব,বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ফারুক নোমানী, মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।এসময় মৃত আলহাজ্ব আমজাদ আলী বিশ্বাসের ছেলে আলহাজ্ব আব্দুস সাত্তার বলেন,মেইন বাসস্ট্যান্ডের মসজিদটি সড়ক নির্মাণের জন্য ভাঙ্গা হবে। এ কারণে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আব্বার নামে নতুনভাবে একটি মসজিদ নির্মাণের জন্য ১০ শতাংশ জমি দান করার সিদ্ধান্ত নেয়।এই জায়গায় আল্লাহর ঘর নির্মাণে সকলের প্রতি আন্তরিক সহযোগিতা এবং আমাদের আব্বা ও পরিবারের সদস্যের জন্য দোয়া চান আলহাজ্ব আব্দুল সাত্তার।