মাদকমুক্ত সমাজ চাই, খেলার জন্য মাঠ চাই এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় রাষ্ট্রিয় অর্থ লুটপাট ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দার সচেতন নাগরিক ছাত্র-যুব সমাজের ব্যানারে উপজেলা সদরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচশতাধিক লোকজন অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইদ্রিস আলী তালুকদার, কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. আফতাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহারিয়া হোসাইন মনির, স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন, আনোয়ার হোসেন, মো. ফাহিম, আমীর হামজা প্রমুখ। বক্তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী সম্প্রতি জাতীয় সংসদে কলমাকান্দা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ নির্মানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রীর নিকট উত্থাপন করেন। উত্তরে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান জানান, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ- ১ম পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯ সালের জুন মাসে ৪৯ লাখ ৫৬ হাজার টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে। কিন্তু সেই সময়ের সাংসদ মানু মজুমদার ও তার শ্যালক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ^াস মাঠে কোন কাজ না করে সব টাকা লুটপাট করেছে। তারা এই অর্থ লুটপাটকারীদের শাস্তি দাবি করেন। এ বিষয়ে জানতে সাবেক সাংসদ সদস্য মানু মজুমদারের মুঠোফোনে বার বার চেষ্ঠা করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।