ময়মনসিংহের তারাকান্দায়,বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, তারাকান্দা উপজেলার ৫নং বালিখাঁ ইউনিয়ন বিএনপির আয়োজনে রবিবার (১৭ মার্চ) বালিখাঁ বাজার প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বালিখাঁ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মান্নান মেম্বারের সভাপতিত্বে ও তারাকান্দা উপজেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহবায়ক মাওলানা মোবারক হোসেন এর সঞ্চালায় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল হুদা তালুকদার, বিএনপি নেতা শামীম তালুকদার, আব: সার্জেন রফিকুল ইসলাম, ইবনে কাশেম মাষ্টার, হাসান মাষ্টার,কামাল মাষ্টার, যুবদলের নেতা মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন, যুগ্ম আহবায়ক ফজলুল হক, কাজিম উদ্দিন, আরিফুল ইসলাম জুয়েল, নজরুল ইসলাম আজাদ, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, মোবারক খান, বালিখাঁ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সোরহাব আলি মন্ডল, চান মিয়া, আমিনুল সরকার, মাইনউদ্দিন, রফিকুল ইসলাম ও যুবদল নেতা সোহেল মিয়া, আজিজুল প্রমূখ।