বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করন এবং স্বাস্থ্য সেবার মান বাড়াতে গলাচিপা সদর হসপিটালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত প্রতিনিধিদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ ফ ম আরাফাত হোসেন, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ পটুয়াখালী, জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, গলাচিপা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইলিয়াস খান (রানা), ডাঃ নূরু উদ্দিন (এম ও ডি সি) গলাচিপা, ডাঃ মোঃ আতিকুর রহমান (এম ও এমসিএইচ-এফপি)গলাচিপা ও বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এর নির্বাহী পরিচালক মোঃ এনায়েতুর রহমান এবং প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। সভায় উপকূলীয় এলাকায় জলবায়ুর প্রতিক্রিয়ায় সকল স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো পর্যায়ক্রমে সংস্কার করন বিষয়ে নানা প্রস্তাব তুলে ধরা হয়। সভার পূর্বে গলাচিপা ৫০ শয্যা বিশিষ্ট হসপিটালের বিভিন্ন ওয়ার্ড পরিস্কার পরিচ্ছন্নতা সহ নানা বিষয়ে সিভিল সার্জন পরিদর্শন করেন।