শেরপুরের আমতলীতে চিহ্নিত মাদক বিক্রেতা ও মাদকসেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন। শেরপুর জেলার সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের জঙ্গলদী গ্রামের আমতলী চৌরাস্তা মোড়ে ১৮ মার্চ সোমবার দুপুর ২টায় স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিহ্নিত মাদক বিক্রেতা ও মাদকসেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জঙ্গলদী ও আমতলী এলাকাবাসীর আয়োজনে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জঙ্গলদী ও আমতলী চৌরাস্তা মোড়ে এলাকার বাসিন্দা মৃত আজিজুল হকের ছেলে কুখ্যাত মাদক কারবারি মোঃ চাঁন মিয়া, তার বড় ভাই মোঃ রফিকুল ইসলাম, জঙ্গলদী গ্রামের মোঃ আনছার খার ছেলে মোঃ আবুল কাশেম, একই গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মনছুর মিয়া, মোঃ হেকমত আলীর ছেলে মোঃ নবিবুল মিয়া, মোঃ এমেল মিয়ার ছেলে মোঃ মোশারফ, মোঃ গাজীর ছেলে মোঃ রুবেল মিয়া, মোঃ উজির মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া, মৃত আলতাফ আলীর ছেলে মোঃ লাল চাঁন মিয়া, মোঃ আঃ লতিফ পিতা অজ্ঞাত সহ বেশকিছু সংঘবদ্ধ মাদক কারবারিরা জঙ্গলদী ও আমতলী মোড় এলাকায় হেরোইন, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক দীর্ঘদিন ধরে অবাধে বিক্রয় করে আসছে। এতে করে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী ও কারবারিদের পদচারনায় এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন। সেই সাথে এলাকার কৃষক পরিবারের স্কুল, কলেজ পড়ুয়া সন্তানদের নিয়ে অভিভাবকরা চিহ্নিত হয়ে পড়েছেন। মানববন্ধনে তারা আরো অভিযোগ করে বলেন, মাদক কারবারিদের বাধা দিতে গিয়ে রোপষা নলে পড়ে লাঞ্ছিত হয়েছেন মোঃ নুরুল ইসলাম। যুবসমাজকে রক্ষা করতে এবং চিহ্নিত মাদক কারবারিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বলাইয়ের চর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডাঃ আফরোজ আলী, ডাঃ দুলাল উদ্দিন পীর। মানববন্ধন কর্মসূচি শেষে তারা মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং দ্রুত গ্রেফতারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে।