সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

বদলগাছীতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

মোঃ হাসানুজ্জামান (বদলগাছী) নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

নওগাঁর বদলগাছীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ সকাল সাড়ে ৯ টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার ও পরিকল্পনা বিভাগের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন এর সভাপতিত্বে এবং ডাঃ তাজকিয়া পারভীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা, লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ এনামুল হক, সহকারী পরিচালক (এম সি আর এ এইচ) ডাঃ শরীফ ওয়াসিমা পারভীন, নওগাঁ জেলা সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডাঃ মুনীর আলী আকন্দ, নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ- পরিচালক আনোয়ারুল আজিম, নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ মোঃ কামরুল আহসান, বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমুখ। উক্ত কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীগণ অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com