প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু একটি চেতনার নাম। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত নির্দেশনা। ২৬ মার্চ ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা। তারই ধারা বাহিকতায় তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক স্বনির্ভর, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এ সময় জাতির পিতার জীবনাদর্শে উজ্জ্বীবিত হয়ে সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালনের ও আহ্বান জানাচ্ছি। কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর জেলা কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করা হয়। মহান স্বাধীনতা দিবসের মঙ্গলবার বিকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন কালে জাতীয় সংসদের হুইপ কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমার কাছে ‘‘বঙ্গবন্ধু’’ একটি চেতনার নাম, একটি দেশপ্রেমের নাম, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের নাম। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রুপান্তর করায় প্রত্যাশা ব্যক্ত করেন। ‘‘বঙ্গবন্ধু কর্ণার’’ উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন ডিপিএইচই, কক্সবাজারের সকল কর্মকর্তা-কর্মচারী এবং ডিপিএইচই, কক্সবাজারের সাথে সংশ্লিষ্ট সকল পরামর্শক ও ঠিকাদারগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।