মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, গ্রামকে শহর এবং জনমানুষের সেবায় স্থানীয় পর্যায়ে উপজেলার উন্নয়ন বিষয়ে কর্ম পরিকল্পনা বাস্তবায়ন এবং সকল বিভাগীয় দপ্তর ও জনপ্রতিনিধি মেয়র, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে উপজেলা পরিষদের ৪০ তম মাসিক উন্নয়ন সভা মাননীয় সংসদ সদস্য ও পটুয়াখালী -১১৩(৩) আসনের জনপ্রিয় মানবতাবাদী জননেতা এস এম শাহজাদা প্রধান অতিথি হিসেবে গতকাল রবিবার ৩১ মার্চ বেলা ১১ টায় পরিষদ হলরুমে, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জননেতা মু.সাহিন এর সভাপতিত্বে এবং পরিষদের সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দাপ্তরীক প্রধানগণ, ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট প্রতিনিধির অংশ নেয়। সভায় প্রধান অতিথি ও মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সকল দপ্তরের সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতিসহ, চলমান সরকারের নানাবিধ উন্নয়ন ও মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি যে সমস্ত উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান, মেয়র ও দাপ্তরিক প্রধান যদি এক বা একাধিকবার সভায় অনুপস্থিত থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের অনুপস্থিত বিষয়ে রেজুলেশনসহ জেলা প্রশাসকের কাছে বিষয়টি উপস্থাপন করার জন্য নির্বাহী অফিসার কে অনুরোধ জানান। এছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিতকরন এবং অসহায় নিঃস্ব রুগীদের চিকিৎসা সেবার লক্ষে গলাচিপা উপজেলা রোগী কল্যাণ তহবিল গঠন করার ব্যাপারে সমাজের জন প্রতিনিধি সহ সরকারি কর্মকর্তা বৃত্তবানদের আর্থিক অনুদান নিয়ে,অসহায় গরিবদের চিকিৎসার জন্য রোগী কল্যাণ তহবিল গঠনের প্রস্তাব করনে,যাহা উপস্থিত সকলের সমর্থন জানিয়ে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেসবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, চর বিশ্বাস ইউপি চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন বাবুলসহ অন্যান্য চেয়ারম্যানগন। সভায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিজিএফ, ভিজিটি, মৎস্য চাল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, নারী শিশুসহ গ্রামীণ উন্নয়ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।