রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

লামায় সাংবাদিকদের সাথে অবহিতকরণ ও প্রেস ব্রিফিং

লামা (বান্দরবান) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

“সবার জন্য টিকা এবং সবার জন্য ঔষধ” (এমভিডিএ) বাংলাদেশে ও ম্যালেরিয়া নির্মূলে সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাস্থ্য গবেষণা বিষয়ক”অবহিতকরণ ও প্রেস ব্রিফিং”সোমবার ০১ এপ্রিল লামা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে গবেষণা বিষয়ক উপস্থাপনা করেন অধ্যাপক মোঃ আবুল ফয়েজ,সাবেক মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ও প্রধান গবেষক। ম্যালেরিয়ার সংক্রম থেকে পার্বত্য অঞ্চলের মানুষকে বাঁচাতে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সপোর্ট বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত দ্যা আর টুয়েন্টি ওয়ান ম্যাট্রিক্স-এম ম্যালেরিয়া ভ্যাক্সিন প্রয়োগ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত এই টিকা ইতোমধ্যে ৭৭% উচ্চ কার্যক্ষমতা বলে প্রমাণিত হয়েছে। এটি ম্যালেরিয়ার জন্য উদ্ভাবিত দ্বিতীয় টিকা এবং এটি উৎপাদন করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট। গবেষণাটি বাস্তবায়নের জন্য বান্দরবান জেলার লামা এবং আলীকদম উপজেলার ১শত গ্রামের প্রায় ১০হাজার মানুষকে নির্বাচিত করা হবে এবং এই ১শত গ্রামের ১০হাজার মানুষকে দৈবচয়নের মাধ্যমে সমানভাবে মোট চারটি ক্লাস্টার বা গ্রুপে ভাগ করা হবে। জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী (কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল- সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) এর সার্বিক তত্ত্বাবধানে এই গবেষণায় ডেভ কেয়ার ফাউন্ডেশন, মাহিদল – অক্সফোর্ড রিসার্চ ইউনিট, ব্যাংকক, থাইল্যান্ড ও জেনার ইনস্টিটিউট, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ – সিআইপিআরবি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, বিআইটিআইডি ও ব্র্যাক সম্পৃক্ত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com