স্¦াস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আযোজনে, ফুড সেফটি, ফুড হাইজিন অ্যানিমিয়া এবং অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য সম্পর্কিত প্রচারাভিযান বিষয়ক কর্মশালা সোমবার বেলা ১১ ঘটিকার সময় সিভিল সার্জন অফিসের ইপি আই ভবনে অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা.সেলিম মিঞার সভাপতিত্বে নেত্রকোণা ইপিআই ভবনে লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে ও সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ফুড সেফটি, ফুড হাইজিন অ্যানিমিয়া এবং অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য সম্পর্কিত বিশেষ তথ্য উপস্থাপন করেন, মেডিকেল অফিসার ডা: ফারিয়া আজমাইন ছুটি। এ সময় উপস্থিত ছিলেন, হেলথ এডুকেশন অফিসার মোঃ জানে আলম,নেত্রকোনা পৌর সভার কাউন্সিলর চিত্ত রঞ্জন সরকার ও কাউন্সিলর মোঃ হুমায়ুন তালুকদারসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।