রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থী

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা পরিষদ আসন্ন নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান জননেতা মু.সাহিন এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া মিতু চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন মাঠে অবস্থান এবং প্রচারে আমেজ সৃষ্টি করে ভোটার দের নানা প্রতিশ্রুতির স্বপ্ন দেখাচ্ছে। প্রতিদিন রাস্তা ঘাট,হোটেল, চায়ের দোকানে উভয় প্রার্থী নিয়ে আলোচনা চলছে কে হবে উপজেলা চেয়ারম্যান। আবার জনমতে উভয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বিগত পাঁচ বছরে উপজেলার সার্বিক উন্নয়নে আইন শৃংখলা থেকে শিক্ষা স্বাস্থ্য কৃষি দূর্নিতী প্রতিরোধ নারীর অগ্রগতি সহ সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ও দলের বাহিরে জন মানুষের নানাবিধ সমস্যা উত্তরনে উভয়ের জনমত জরীপ এবং আ’লাগের সাংগঠনিক শক্তি জোরদার বিষয় গুলো আলোচনা চলে এসেছে ভোটার ও দলের মধ্যে ॥ গত দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা এবং সতন্ত্র প্রার্থীর সমর্থন নিয়ে দলের মধ্যে কতিপয় নেতা কর্মী মেয়র ও ভাইস চেয়ারম্যান গ্রুপ, নৌকা প্রতিকের বিপক্ষে সমর্থন করায়, দরের মধ্যে মারাত্মক দুরত্ব সৃষ্টি হয়েছে। যে কারনে আ’লীগের নৌকা প্রতীক প্রার্থী ও উপজেলা আ’লীগের এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের ঘোড়া মার্কার সমর্থনে ইউনিয়ন ওয়ার্ড এর কর্মী সমর্থন সাধারন ভোটারদের মনে মু.সাহিস এর সমর্থন ভাবিয়ে তুলছে আনারস প্রার্থী ওয়ানা মার্জিয়া নিতু কে ॥ আনারস প্রার্থীর বাবা গলাচিপা পৌরসভার তিন বার নির্বাচিত প্রয়াত মেয়র ও আ’লীগ নেতা ছিলেন। তারা ছেলে দুবারের মেয়র হয়েছেন দলের সমর্থনে ভোটারদের মধ্যে তাদের বেশ সমর্থন লক্ষ করা যায়। তাছাড়া পৌরসভায় তাদের একটি ভোট ব্যাংক রয়েছে। স্থানীয় শহর রাজনিতীতে দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্ত্র করে আনারস মার্কার প্রার্থীর স্ব-পক্ষে সমর্থন তেমন চোখে পরার মত নয়। পৌর আ’লীগের সম্পাদক সহ অধিকাংশ নেতাকর্মী ঘোড়া মার্কার সমর্থন দিয়েছে। প্রতিটি ওয়ার্ডের কমিটির নেতা কর্মীরা মু. সাহিনের পক্ষে প্রচার চালাচ্ছে জোড়েশোরে। বর্তমান নির্বাচনী সময়ের জন মতে দেখা যায় বি এন পি, জামায়েত ও পৌর ভোটারদের উপর কিছুটা নির্ভর করছে আনারস মার্কা প্রার্থী ও সমর্থক ওয়ানা মার্জিয়া নিতু বিরামহীন ভাবে নির্বাচনী তফসীল ঘোষনার পূর্ব থেকে স্থানীয় উপজেলার বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, গন-সংযোগে নেমেছে ওয়ানা মার্জিয়া নিতু। পূর্ব থেকে তার সমর্থনে নেপথ্যে অনেক দলছুট নেতা কর্মীরা আশ্বাস দিচ্ছে! কিন্তু মাঠে অবস্থান নেবে কিনা তা প্রশ্ন বিদ্ধ? উপজেলা নির্বাচন নিয়ে, বর্তমান চেয়ারম্যান মু.সাহিন তার কর্মকালীন দায়িত্ব পালনে পটুয়াখালী জেলার দুই দুইবার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সনদ, পরুস্কার ও সম্মানীত হওয়ায়, তার অবস্থান জনমনে ও ভোটারদের কাছে শক্ত ও দৃঢ় অবস্থান সৃষ্টি করেছে। কিছু কিছু বিষয়ে মু.সাহিনের ভূল ত্রুটি যেমন, মাঝে মধ্যে কিছু মানুষের সাথে সামাজিক সমস্যা নিয়ে, রাগ, মন্দ কথা বলা, সব কিছুই ন্যায়ের পক্ষে করেছে বলে তিনি জানান। তিনি সাক্ষাতকালে গন মাধ্যম কর্মীকে জানান যে, তার ছাত্র রাজনীতি থেকে, দীর্ঘ সময় দেশের অসাপ্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনকের স্বপ্ন পূরনে ও শেখ হাসিনার উন্নয়ন আগ্রগতি এবং দেশ কে এগিয়ে নেয়ার লক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মানুষের কল্যানে কাজ করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন। এ ছাড়া তিনি বলেন মানুষ মাত্রই ভূল ত্রুটির উর্দ্ধে নয়! কোন প্রকার অন্যায় ভূল ত্রুটি হলে সকলের প্রতি মার্জনা করার আশা ব্যক্ত করেন। তিনি তার দলের সকল নেতা কর্মী সমর্থক ও জন প্রতিনিধি ইউনয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, নারী সদস্যদের প্রতি তার উপজেলা চেয়ারম্যান নির্বাচনে, ঘোড়া মার্কার সমর্থনে আগামী ২১ মে/২৪ ভোট প্রদান করে গলাচিপা উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রগতির সহযোগীতা কামনা করেন। গন-মাধ্যম কর্মীদের অনুসন্ধানে জানা যায় গলাচিপা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সহ সামাজিক ধর্মীয় নেতা, সুধি সমাজের বিরাট অংশ মু.সাহিনের ঘোড়া মার্কার স্ব-পক্ষে সমর্থনের ইচ্ছা প্রকাশ করছে এবং ঘোড়া মার্কার সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছে। দিন যত ঘনিয়ে আসছে মু.সাহিনের স্ব-পক্ষে নেতা কর্মী সমর্থকদের শক্তি বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনী আচারন বিধি ও প্রচারনা নিয়ে উভয় প্রাথীর মধ্যে কোন রকম সংঘাতের ব্যাপারে উপজেলা নির্বাচনী ও রিটারনিং কর্মকর্তা ও প্রশাসন সঠিক বিষয়ে দৃষ্টি রাখছে। এই নির্বাচনে চেয়ারম্যন পদে ০২(দুই) জন, ভাইস চেয়ারম্যান পদে পরুষ ০৪(চার) জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৩(তিন) জন, মোট ০৯(নয়) জন প্রার্থীর সকলেই আ’লীগ সমর্থীত সকলেই ভোট যুদ্ধে নির্বাচনী প্রচারনা চালিযে যাচ্ছে প্রার্থীদের সফলাতা ও ব্যর্থতা প্রকাশ পাবে নির্বাচনের ফলাফলে সেই দৃষ্টির অপেক্ষায় এলাকার জনসাধারন। সকল প্রার্থীরাই বিজয়ী হওয়ার কাথা আশা ব্যাক্ত করেছে যে, তারা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে দেশ ও মানুষের কল্যানে কাজ করবে। গলাচিপা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় যে, এই উপজেলা ১২টি ইউনিয়নে ও একটি পৌরসভা সহ মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪১ হাজার ৮ শত ৭০ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৫০ জন। নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৮ শত ১৯ জন । মোট ভোট কেন্দ্র সংখ্যা ৮০(আশি) টি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com