রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

কোন প্রার্থী প্রশাসনের নয়, প্রার্থীকে নির্বাচিত করবে দেশের জনগণ-জেলা প্রশাসক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪

গলাচিপায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি বিষয়ে মতবিনিমা সভা অনুষ্ঠিত। আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন/২৪ (২ধাপে)অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও পুরুষ নারী ভাইস চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্মীদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে দুপুর ১২টায় পটুয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নূর কুতুবুল আলম প্রধান অতিথি হিসেবে এবং পটুয়াখালী জেলার সুদক্ষ পুলিশ সুপার সাইদুল ইসলাম (বিপিএম, পিপিএম) বিশেষ অতিথি হিসেবে নির্বাচনের আচরণবিধি আইন শৃঙ্খলা ও সার্বিক ভাবে নির্বাচনী প্রচার প্রক্রিয়া পর্যালোচনা বিষয়ে গুরুত্ব পূর্ণ আলোচনা ও প্রার্থীদের নানা বিধ সমস্যা উত্তরনে মতামত প্রদান করা হয়। মতবিনিময়ে, স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান। সভাপতিত্ব করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজা, গলাচিপা দশমিনা এলাকার সহকারি পুলিশ সুপার মোঃ মোর্শেদ তোহা, অফিসার্স ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান। মত বিনিময় সভায় মতামত সহ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিপ্লবী নেতা সরদার মু. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহিন, চেয়ারম্যান পদপ্রার্থী ওয়ার্না মার্জিয়া নিতু, আমখোলা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার, প্রেসক্লাব সভাপতি মোহম্মদ খালেদ হোসেন মিল্টন। সভায় জেলা প্রশাসক বলেন ২১শে মে ২০২৪ আসন্ন উপজেলা নির্বাচনে ভয়-ভীতি, সন্ত্রাস, হুমকি সহ জাল ভোট প্রতিরোধে, আইনশৃঙ্খলা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা সহ কোন প্রার্থী যদি প্রভাব বিস্তার করে সেক্ষেত্রে কেন্দ্র বন্ধ করা সহ সকল প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণে জিরো টলারেন্স মনোভাব নিয়ে প্রশাসন কাজ করবে। সে ক্ষেত্রে সকল প্রার্থীদের সহযোগিতায় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে, নির্বাচনের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com