স্মার্টফোন ব্যবহারের কিছুদিন পরই দেখা যায় ফোনের ব্যাটারিতে নানান সমস্যা দেখা দিচ্ছে। আবার দেখা যায় ফোনের বিভিন্ন অ্যাপ কাজ করছে না। ইন্টারনেট কানেকশন নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। বারবার কানেক্ট করার পরও দেখা যায় আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। অনেক সময়েই দেখা যায় আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট কানেক্ট হচ্ছে না। অথচ আপনার ফোনে ইন্টারনেট প্যাক রিচার্জ করা রয়েছে। কিংবা বাড়ির ওয়াই-ফাই সঠিক ভাবেই কাজ করছে। কিন্তু আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিছুতেই ইন্টারনেট কানেক্ট হচ্ছে না। এই সমস্যার সমাধান করতে পারবেন কয়েকটি কৌশলে। চলুন দেখে নেওয়া যাক সেসব-
ফোন রিস্টার্ট করুন: একবার ফোন রিস্টার্ট করে দেখতে পারেন। ফোন রিস্টার্ট করলে অনেক সমস্যারই সমাধান হয়। যেমন-ফোন হ্যাং হয়ে গেলে ঠিক হয়ে যায়। কোনোভাবে ফোনে নেটওয়ার্ক না থাকলে সেটাও ফিরে আসতে পারে। আর ফোনে যদি ইন্টারনেট কানেকশন যুক্ত করা না যায় তাহলে ফোন অফ করে কয়েক মিনিট অপেক্ষা করুন এবং তারপর ফোন অন করে দিন।
আপডেট করুন ফোন: ফোনের সফটওয়্যার আপডেটেড না থাকলে এবং ফোনের বিভিন্ন অ্যাপ একদম লেটেস্ট ভার্সনে আপডেটেড না থাকলে ফোনে সমস্যা হতে পারে। ডিভাইসে সঠিক ভাবে ইন্টারনেট কানেকশন যুক্ত হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই ফোনের সফটওয়্যার এবং বিভিন্ন অ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেটেড রাখা প্রয়োজন। তবে অটো আপডেট বন্ধ রাখুন। এতে হিডেন অনেক ডাটা খরচ হয়ে যায়।
ফোন অ্যাপ ক্যাশে ক্লিয়ার রাখুন: পাশাপাশি ফোনের অ্যাপ ক্যাশে ক্লিয়ার করতে হবে। নাহলে ফোন স্লো হয়ে যাবে। অর্থাৎ সঠিক গতিতে কাজ করবে না। মাঝে মাঝেই ফোন হ্যাং হয়ে যেতে পারে। তাই এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে। দেখা যায় ফোনের গতি কমে যাওয়ার কারণেও ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হতে পারে।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ চলছে কি না খেয়াল রাখুন: ফোনের বেশ কিছু অ্যাপ আছে, যেগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকে। কিন্তু আমরা টের পাই না। অথচ এইসব অ্যাপে প্রচুর পরিমাণ ডাটা খরচ হয়ে যায়। তাই এই জাতীয় কোনো অ্যাপ চালু থাকলে তা বন্ধ করতে হবে। এর পাশাপাশি ফোনের নেটওয়ার্ক সেটিংস সঠিকভাবে কাজ করছে কি না সেদিকেও নজর দিতে হবে। সূত্র: নিউজ ১৮