রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : ফারুক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন, ‘বিএনপি-সহ বিরোধীদলীয় অগণিত নেতাকর্মী না খেয়ে অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের দিকে তাকিয়ে রাস্তায় নেমে পড়ুন। তারেক সাহেবকে দেশে আনতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করতে হবে।’ গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় লন্ডনের টাওয়ার হিলে বাংলাদেশ লেবার পার্টি, ইউকে শাখা আয়োজিত রাকেশ রহমানের লেখা আর্টিকেল মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার এক দশক ও বেগম জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক বলেন, ‘লেবার পার্টি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের পরিক্ষিত শক্তি। তারা হামলা-মামলা নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা পালন করছে। লেবার পার্টির নেতাকর্মীরা প্রবাসেও ঐক্যবদ্ধ প্রতিবাদী ভূমিকার জন্য ধন্যবাদ জানাই।’
খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ইউকে শাখার সভাপতি আলহাজ্ব এম এ মালেক বলেন, ‘আওয়ামী বাকশালী অপশক্তি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজানো রায় দিয়ে কারাবন্দী করে রেখেছে। দুর্নীতি দুঃশাসন ও লুটপাটের মাধ্যমে সোনার বাংলাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তাই বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণআন্দোলন গড়ে তুলতে হবে।’
সভাপতির বক্তব্যে রাকেশ রহমান বলেন, ‘লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বেগম জিয়ার মুক্তি, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে দেশে ও প্রবাসে আমরা ঐক্যবদ্ধ। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে না।’ লেবার পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব লেখক ও গবেষক রাকেশ রহমানের সভাপতিত্বে ও লন্ডন মহানগর লেবার পার্টির আহ্বায়ক মো: তোবারক হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ সাংবাদিক অলিউল্লাহ নোমান, স্বেচ্ছাসেবক দলের ইউকে সভাপতি নাসির আহমেদ শাহীন, ডালিয়া লিকুরিয়া প্রচার সম্পাদক ইউকে বিএনপি, ড. মাইনুল ইসলাম-সহ প্রচার সম্পাদক ইউকে বিএনপি, মাওলানা মো: শামীম যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ওলামাদল, মো: সাবিনা ইসলাম, প্রচার সম্পাদক সিরাজদী খান বিএনপি, অঞ্জনা আলম সদস্য সচিব মহিলা দল ইউকে, মো: নুরে আলম ছিদ্দীক সহ-সভাপতি জিসাস কেন্দ্রীয় কমিটি, রফিকুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক নিরাপদ বাংলাদেশ চাই, এস এম শামীম রেজা যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র বরিশাল বিএম কলেজ, তোফায়েল আহমেদ, আব্দুল হক রাজ সিনিয়র সহ-সভাপতি যুক্তরাজ্য যুবদল, বাচ্চু গাজী সাবেক বিএনপি, রফিক গাজী সাবেক বিএনপি, গিয়াস উদ্দীন সাবেক ছাত্রনেতা, শাহ খান, ফারুক সাবেক ছাত্রনেতা, মোজাম্মেল হক দিপু সাবেক সহ-সভাপতি ইটালী বিএনপি, নাহিদ খান সাবেক ছাএনেতা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com