শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

উচ্চ রক্তচাপ থেকে হতে পারে চোখের ক্ষতি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

বিশ্বে মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার বা অন্ধত্বের একটি বড় কারণ হলো অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। বাংলাদেশ মেডিসিন সোসাইটি ও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশের জনসংখ্যার ২৭ শতাংশ বা ৪ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। আবার তাদের মধ্যে ৫৯ শতাংশ জানেনই না, তারা এতে ভুগছেন। উচ্চ রক্তচাপ চোখের রেটিনার রক্তনালীগুলোর ক্ষতি করতে পারে।চিকিৎসাবিজ্ঞানে একে বলে ‘হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি’।
হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কী? হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হলো চোখের রেটিনার ক্ষতি, চোখের পেছনের একটি অংশ যেখানে ছবিটি ফোকাস করে। রক্তচাপ বৃদ্ধির কারণে রেটিনায় রক্ত স ালনে বাধা পাওয়া।
ঝুঁকিতে যারা: যাদের অনিয়ন্ত্রিত রক্তচাপ এবং ডায়াবেটিস আছে, তাদের হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি।
লক্ষণ: ১. দৃষ্টিশক্তি হ্রাস ২. চোখ ফুলে যাওয়া ৩. মাথাব্যথার সঙ্গে ডাবল দৃষ্টি ৪. রেটিনায় রক্তক্ষরণ।
জটিলতা: চোখের রগ শুকিয়ে যাওয়া: এটি এমন এক অবস্থা, যার ফলে অপর্যাপ্ত রক্ত সরবরাহের কারণে অপটিক নার্ভের ক্ষতির কারণে দৃষ্টিশক্তি হ্রাস পায়। রেটিনার ধমনী অবরোধ: এটি রেটিনায় রক্ত বহনকারী ছোট ধমনিগুলোর একটিতে এমবোলিজম (অবরোধ) দ্বারা সৃষ্ট হয়।
রেটিনার শিরা অবরোধ: এটি ছোট শিরাগুলোর ব্লকেজের কারণে ঘটে। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন: ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হলো অত্যধিক উচ্চ রক্তচাপ, যা চোখসহ বেশ কিছু ধরনের অঙ্গের ক্ষতি করে।
চিকিৎসা: ১. জীবনযাত্রার পরিবর্তনের (খাদ্যাভ্যাস, ব্যায়াম) মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করা। ২. ওষুধ।
প্রতিরোধ: ১. নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া। ২. নিয়মিত ব্যায়াম করা। ৩. সুষম খাদ্য গ্রহণ করা।
৪. ধূমপান এড়িয়ে চলা। ৫. দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করা। ৬. নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা এবং কোনো সমস্যা হলে তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া।
লেখক: ডা. মো. আরমান হোসেন রনি, কনসালটেন্ট, চক্ষু, দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবাহানবাগ, ঢাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com