মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

বীরগঞ্জে বিরল প্রজাতির মৃত নীল গাই উদ্ধার, দেখতে জনতার ভিড়

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জে বিরল প্রজাতির একটি মৃত নীল গাই উদ্ধার করেছে এলাকাবাসী। রোববার ২৬ মে দুপুরে নীল গাইটি উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের ৪নং ওয়ার্ড পালানুগাঁও বোলদিয়া পুকুরপাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। নীল গাইটির বয়স প্রায় দুই বছর, যার ওজন ১শ ৫০ কেজি। নীল গাইটিকে একনজর দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায়। রোববার সকালে পালানুগাঁও এলাকায় হরিণ সদৃশ একটি নীল গাই দেখতে পান স্থানীয়রা। তারা হরিণ মনে করে মৃত অবস্থায় নীল গাইটিকে উদ্ধার করেন। পরে বুঝতে পারেন এটি হরিণ নয়। তবে এর অনেকাংশেই হরিণের মতো। পরে স্থানীয়রা বীরগঞ্জ বিট অফিসার কে সংবাদ দেন। দুপুরে বীরগঞ্জ থানা পুলিশ ও বীরগঞ্জ বন বিভাগের বিট কর্মকর্তা নিরঞ্জন বাবু সঙ্গীয় জনবল নিয়ে নীল গাইয়ের মৃত দেহটি উদ্ধার করে নিয়ে আসেন। উর্ধতন কতৃপক্ষকে অবহিত করে বিধি মোতাবেক পরিক্ষা- নিরীক্ষা করে বীরগঞ্জ জাতীয় উদ্যানের বিট অফিস সংলগ্ন স্থানে মাটিতে পুঁতে ফেলা হয়। এসময় সিংড়া শালবন জাতীয় উদ্যানের সিনিয়র বিট কর্মকর্তা দয়া প্রসাদ পাল, বীরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম, বনমালী মো. রহমান উপস্থিত ছিলেন। এ ব্যাপারে কথা হলে বিট কর্মকর্তা নিরঞ্জন বাবু জানান, নীল গাইটি হয়তোবা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসেছিল এবং বিভিন্ন প্রতিকূলতায় হার্ট অ্যাটাক এ অকালে মৃত্যু বরন করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com