নড়াইলের কালিয়ায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য অফিসার প্রস্ফুট মোন্ডলের সঞ্চালনায় ও নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, ইউএনও কালিয়া রুনু সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূপমি) প্রদীপ্ত রায় দীপনসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ, উপজেলা পরিষদের নবনির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান মাহাবুবল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম, সকল ইউনিয়নের চেয়ারম্যানগন ও কালিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ গোলাম মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সকলের সাথে পরিচয় পর্ব শেষে নবনির্বাচীত চেয়ারম্যান খান শামীম রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান ইউএনও রুনু সাহা, ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলমকে শুভেচ্ছা জানান বাবরা হাচলা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক ও ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগমকে শুভেচ্ছা জানান মাউলী ইউনিয়নের চেয়ারম্যান রোজী হক। এ সময় ভার্চয়ালী যুক্ত হয়ে নড়াইল ১ এর সংসদ সদস্য বি এম কবিরুল হক(মুক্তি)। নবনির্বাচীত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শুভেচ্ছা জানান এবং আধুনিক উপজেলা গঠনে সকলের সহযোগীতা কামনা করেন। এ ছাড়া প্যানেল চেয়ারম্যান হিসাবে প্রথম আড়াই বছরের জন্য ববিতা বেগমকে খসড়া অনুমোদন দেওয়া হয় এবং পরবর্তী আড়াই বছর মাহাবুবুল আলমকে এ দায়িত্বে বহাল করা হবে বলে ঘোঘনা দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ্ত রায় দীপন। পরিশেষে সভাপতির বক্তব্যে খান শামীম রহমান উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের দাপ্তরিক কাজে সচ্ছতা বজায় রাখার আহবান জানান এবং বিভিন্ন প্রকার দিক নির্দেশনা প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।