রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

‘লিভ টুগেদার’ নিয়ে সম্প্রতি ভাইরাল হওয়া একটি বক্তব্যের জন্য অভিনেত্রী জিনাত সানু স্বাগতাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আরিফুল খবির নামে এক ব্যক্তি। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরীর মাধ্যমে তিনি এ লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, ‘আপনি (স্বাগতা) হাসান আজাদ নামে এক ব্যক্তির সাথে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেন এবং যা বিগত এক বছর ধরে করেছেন তাও প্রকাশ্যে স্বীকার করেন। পাশাপাশি লিভ টুগেদার করার জন্য উৎসাহও দিয়েছেন।
যেহেতু আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী সেই হিসেবে আপনার জানা আছে বিয়ের আগে নারী ও পুরুষের মধ্য লিভ টুগেদার করা সম্পূর্ণ হারাম। আপনি হারাম বিষয়টি নিজে করে অন্যকে করার জন্য উৎসাহ দিয়ে আসছেন। যে কারণে ব্যভিচারের মাত্রা বেড়ে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। আপনার এমন কথাবার্তার কারণে মুসলমান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে। আমার মক্কেল একজন ধর্মপ্রাণ মুসলমান হওয়ার কারণে তার ধর্মীয় অনুভূতিতেও আঘাত লেগেছে। যার কারণে ক্ষুব্ধ হয়ে আপনার প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অতএব, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে আপনার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তা আমার মক্কেলকে অবহিত করবেন। অন্যথায় ধর্মীয় অনুভূতি আঘাতদানকারী ওই বক্তব্যের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। যার দায়ভার আপনার ওপর বর্তাবে।’
জানা গেছে, সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বাগতা সমাজে লিভ টুগেদার নরমালাইজ হবে, ইনশাআল্লাহ এমন একটি বক্তব্য দেন, যা সামাজিকমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com