ভিটামিন এ খাওয়ান শিশুর মৃত্যুর ঝুঁকি কমান, সারা দেশের ন্যায় আগামী ১ জুন ২০২৪ থেকে গলাচিপা ও রাঙ্গাবলী দুই উপজেলায় ১৮টি ইউনিয়ন ১টি পৌরসভায় মোট অর্ধ লক্ষ ৬ থেকে ১১ মাস এবং ১ থেকে ৫ বছরে শিশুদের নীল এবং লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় পরিকল্পনা নেওয়া হয়েছে। অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মেজবাহ উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়নে টিকা কেন্দ্র, উপ-স্বাস্থ্যসেবা কেন্দ্রে ১ জুন ২০২৪ সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলমান থাকবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার মোঃ আতাউর রহমান, থানা পুলিশের প্রতিনিধি এসআই কামাল, বণিক সমিতির সভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ শাজাহান, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ। অবহিতকরণ সভায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। এছাড়া মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়টি অবহেলিত করার কর্মপরিকল্পনা সহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিশ্ব তামাকমুক্ত দিবসে উল্লেখিত কর্মকর্তাদের উপস্থিতিতে নানা পরিকল্পনা সহ প্রতিহত করার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।