সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন

মাইলস্টোন কলেজে সপ্তাহব্যাপি সাঁতার প্রতিযোগিতা

শাহ বুলবুল:
  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী সাঁতার প্রতিযোগিতা। সাঁতারের আনন্দমুখর প্রতিযোগিতায় অংশ্রগহণ করে মাইলস্টোন কলেজের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির ছাত্র এবং ছাত্রীরা। উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুইমিংপুলে গত ২৮ মে শুরু হয়ে প্রতিযোগিতা চলে ৩ জুন পর্যন্ত। জীবন রক্ষায় স্বস্তির ব্যায়াম খ্যাত সাঁতার নিয়ে চমৎকার এই প্রতিযোগিতার সমাপনী দিন আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাপনী দিনের বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সাঁতারুদের পুরস্কার প্রদান করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। এখানে উল্লেখ্য যে, দেশসেরা কলেজগুলোর অন্যতম একটি মাইলস্টোন কলেজ। গুণগতমানের ক্লাশরুম শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষাপ্রতিষ্ঠানটি এগিয়ে রয়েছে সেরাদের মতোই। মেধা ও মননের বিকাশে এখানে ছাত্রছাত্রীরা সারাবছর বিভিন্ন রকমের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়। মাইলস্টোন কলেজের নিজস্ব সুইমিংপুলে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতা তেমনি এক অনন্য আয়োজনেরই অংশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com