সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

ফজলে রাব্বি চৌধুরী একজন সাদামনের মানুষ ছিলেন-স্মরণ সভায় বক্তারা

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (রাউজান) চট্টগ্রাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

চট্রগ্রামে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর শ্রদ্ধেয় মেঝ ভাই রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মরহুম এবিএম ফজলে রাব্বি চৌধুরীর ৪র্থ মৃত?্য দিবসে স্মরণ সভার আয়োজন করেছে রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ৪জুন মঙ্গলবার বেলা ১১টায় গহিরা সাজেদা কবির সরকারি প্রাথমিক বিদ?্যালয়ের হল রুমে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, পৌর প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশগুপ্ত, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসান, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শওকত হোসাইন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ?্যক্ষ কপিল উদ্দিন চৌধুরী, সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, শাহ্ আলম চৌধুরী, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, নুরুল আবছার বাশি, আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, আব্দুল জব্বার সোহেল, রবীন্দ্রলাল চৌধুরী, কাউন্সিলর কাজী শওকত হাসান, মোহাম্মদ আজাদ হোসেন, এডভোকেট দিলীপ কুমার, আওয়ামীলীগ নেতা এস এম বাবর, মুসলিম উদ্দিন জয়নাল, ইফতেখার উদ্দিন চৌধুরী দিলু, আব্দুল লতিফ, সাইফুল হক চৌধুরী সাবু, আলহাজ্ব মাহবুব আলম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, তছলিম উদ্দিন চৌধুরী, শওকত উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, তপন দে, দিপলু দে দিপু সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে গহিরা বক্স আলী চৌধুরী বাড়িতে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন মরহুমের ছোটভাই রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি সহ দলীয় নেতৃবৃন্দ, শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক,শিক্ষিকা ও সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com