রাজনৈতিক পরিবারের সন্তান মোঃ মাহমুদ হোসেন। আর সেই কারণে রাজনীতির মাঠে মানবতার সেবায় মানবতার কথাই বলবেন। আর হ্যা আমরাও সুপ্রিয় পাঠকদের জন্য বলছিলাম একজন চমৎকার মানুষের কথা। আসলে তিনি হলেন ভান্ডারিয়া উপজেলায় কৃত্তি সন্তান, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন। বর্তমান সময়ে বি এনপির রাজনীতির মাঠে একজন পাকাপোক্ত খেলোয়াড় হিসেবে সুপরিচিত পাচ্ছে সর্ব মহলে। আর সেই কারণে গত মাসের ২৬-০৫-২৪ হতে ২৭-০৫-২৪ তারিখের রেমালের কঠিন আঘাতে জলোচ্ছ্বাস ও বজ্রপাতে ক্ষতির সম্মুখীন হয় স্বরূপকাঠি উপজেলার সর্ব স্তরের মানুষ। রেমালের আঘাতের কারণে স্বরূপকাঠি উপজেলার মধ্যে কোটি কোটি টাকার ক্ষতি সাধন হয়। গত একশো বছরের ইতিহাস ঐতিহ্য ভঙ্গ করে সর্বোচ্চ জলোচ্ছ্বাস দেখার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য হল। আর সেই সূত্র ধরেই পিরোজপুর জেলা বি এনপির নেতা কর্মী বান্ধব মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন। চলতি সময়ে হত দরিদ্র মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অকাতরে। স্বরূপকাঠি উপজেলার মধ্যে স্বরূপকাঠি পৌরসভার পাশাপাশি দশটি ইউনিয়নের মধ্যে কয়েক শতাধিক পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপজেলা বিএনপির নেতা যুগ্ম আহবায়ক মুহাম্মদ ইমাম উদ্দিন তালুকদারের নেতৃত্বে বহু শীর্ষ নেতৃবৃন্দের সহযোগিতায় চমৎকার টিম ওয়ার্ক তৈরি করেন।জনপ্রিয় নেতা মোঃ মাহমুদ হোসেনের পক্ষে রেমালের পরবর্তী সময়ে মাঠে কাজ করে যাচ্ছেন যত্রতত্র ভাবে। এব্যাপারে গণমাধ্যম কর্মীদের সাথে কথা হয় দক্ষিণ বঙ্গের জনদরদী ও কর্মী বান্ধব নেতা মোঃ মাহমুদ হোসেনের সাথে। তিনি মৃদু হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আমি রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে। রাজনীতি করি মা- মাটি ও দেশের মানুষের জন্য। বি এনপির নেতা হিসেবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি। পিরোজপুর জেলা বি এনপির নেতা হিসেবে আমার দায়িত্ব বোধ পালন করার নামই রাজনীতি। দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের সময়ে বি এনপির রাজনীতি বরাবরই হত দরিদ্র মানুষের জন্য নিবেদিত। আর সেই কারণে আমি বি এনপির রাজনীতির নির্দেশনা মেনে চালাই আমার প্রধান কাজ। তিনি আরও বলেন রেমালের কঠিন দুঃসময়ে ভান্ডারিয়া, কাউখালি ও স্বরূপকাঠি উপজেলার মধ্যে হত দরিদ্র মানুষের জন্য বিএনপি নেতা হিসেবে আমি নিবেদিত প্রাণ। দলের নির্দেশনা অনুযায়ী আমি আমার আসনের (কাউখালি-ভান্ডারিয়া ও স্বরূপকাঠির) জন্য সার্বিক সহযোগিতা করার পক্ষে। দলের প্রয়োজনে আমি নিবেদিত প্রাণ। কর্মীরাই হল আমার প্রধান শক্তি। আর সেই শক্তি দিয়ে হত দরিদ্র মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবো ইনশাআল্লাহ।