গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মু. রাসেদুজ্জামানের সভাপতিত্বে পরিষদ হল রুমে দিনব্যাপী এ কর্মশালায় দূর্যোগ কালীন সময় জরুরী ভিত্তিতে এই কমিটির করনীয় কি এবং সাধারন নাগরিকের দ্বায়িত্ব-কর্তব্য কি? দূর্যোগ মোকাবেলায় কোন কোন ধরনের ব্যবস্থা গ্রহন করলে যানমালের সুরক্ষা দেওয়া সম্বব সেটি নিয়ে বিষদ আলোচনা করা হয়। কর্মশালার সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষন কর্মশালায় রিার্সোস পার্রসন হিসাবে পরিচালনা করেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (মু ও প) যুগ্ম সচিব মোঃ শাহ আলম। এ সময়ে জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আশরাফুল হক উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারী অফিস প্রধান,সাংবাদিকসহ বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ অংশ গ্রহণ।