বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

গলাচিপায় মাসিক আইনশৃঙ্খলা সভা ও মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সভা, বাল্যবিবাহ ,ও প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। ১৩ জুন বৃহস্পতিবার সকাল ১০টার উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু.সাহিন। এসময়ে আসন্নন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী কোরবানী পশুর চামড়া সংরক্ষণ, মূল্য নির্ধারণ, বর্জ্য আবর্জনা পরিছন্ন ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষায় গলাচিপা ইমাম পরিষদের ইমামদের উপস্থিতিতে সরকারের নির্দেশনা প্রাদান করা হয়। সরকারিভাবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুটের দাম ৫ টাকা বাড়িয়ে চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও মাসিক আইনশৃঙ্খলা সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা বিভিন্ন ইউনিয়নে সম্প্রতি সময়ে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় চোরের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়ে চোরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবং বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের উৎপাতে খুরতে আশা পর্যটকদের আটকে রেখে মুক্তিপণ দাবি করে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। পরে মাদকবিরোধী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উদ্যোগে ‘ মাদককে ‘না’ বলুন, জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেল এর আয়োজনে বিশেষ লিফলেট বিতরণ সহ নানা বিধ আলোচনা করা হয়। এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, সহকারী কমিশনার( ভূমি) মোঃ নাসিম রেজা, গলাচিপা থানার ওসি মোঃ ফেরদৌস আলম খান, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আ’লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক সরদার মোঃ শাহ আলম, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিন কচিন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন শানু ঢালী, বণিক সমিতির সভাপতি হাজী শাহাজাহান মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিসিন কন্সালন্টেট ডাঃ মো: আল আমিন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, উপজেলা সকল সরকারি দপ্তরে কর্মকর্তাবৃন্দ, ও সাংবাদিক জিল্লুর রহমান জুয়েল, সাংবাদিক শিশির রঞ্জন হাওলাদার, সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com