ঈদ আনন্দ আজ
শাহীন আরা আনওয়ারী
ঈদ আনন্দ আজ
কান্না হয়ে ভাসে।
রক্তে ভেজা বাতাসে
কেবলই মূসলিম
মজলুমের আহাজারি।
আমি কিভাবে ঘুমোতে পারি?
আনন্দ আজ অশ্রু হয়ে ঝরে
ঝরে শত বেদনার বারি।
আমি কিভাবে হাসতে পারি?
মজলুমের বেদনায় ভেঙ্গে
যায় বূক।
ভেসে ওঠে রক্ত মাখা
তাজা শহীদের মূখ।
নিপীড়ত অসহায় ক্ষুধার্ত ওরা
আনন্দ আজ ভেসে গেছে।
ডুকরে কাঁদে আরশ পানে
হৃদয়ের রক্ত ঝরছে কেবল
মজলূম নির্যাতিতের শানে।
ওদের কষ্টে আখি জলে
আগ্রসিত কেবল মৃত্যুর কবলে।
কাশ্মীর বন্দী সিরিয়া কাঁদে
রক্তে ভেজা ফিলিস্তিনের মাটি
হে মুসলিম জাগো এবার
ঈমান হোক নিখুঁত খাটি।
আনতেই হবে জাগতেই হবে
জমীনে বিজয় ঈমানেরই হবে।
হে মাওলা দাও তূমি শক্তি
দাও মনোবল।
তূমি যে দয়াময়।
আসুক এবার আসতেই হবে
আল্লাহর সাহায্য মুসলিমের বিজয়।
সব মুসলিম এক হোক
একই বন্ধনে গাথাঁ।
হে আল্লাহ বিজয় দাও
তুমি যে মহান দাতা।