ফজল মুহাম্মদ,টরন্টো:কানাডা থেকে ॥ সম্প্রতি কানাডার টরন্টো মহানগরীতে কানাডার প্রধানমন্ত্রী মি.জাস্টিন টুডো তার লিবারেল পার্টি অব কানাডার (এলপিসি) বৃহত্তর টরেন্টো থেকে নির্বাচিত উর্ধতন নেতা কর্মী এবং এম পি ও মিনিস্টারের উদ্দেশে এক ঘরোয়া সমাবেশে বলেন যে, ‘ উন্নত ৭ দেশের মধ্যে সকল সূচকেই কানাডার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বাস্থ্য, শিক্ষা,বিনিয়োগ, পরিবেশ, সুপেয় বিশুদ্ধ পানি, ডেন্টাল কেয়ার, শিশু ও নারীদের সুস্থতা ইত্যাদি ইসুতে কানাডার অবস্থান সবচেয়ে ভালো অবস্থানে আছে। তিনি বলেছেন ২০১৫ সাল থেকে আমাদের লিবারেল পার্টি টানা সরকার পরিচালনা করে আসছে । মাল্টি কালচারাল এবং মাল্টি রিলিজিউন সূচকেও কানাডার সামাজিক সম্পর্কের ভিত্তি অনেক মজবুত এবং টেকসই । তিনি তার লিবারেল দলের উর্ধতন নেতা ও কর্মীদের উদ্দেশে বলেছেন,দীর্ঘদিন টানা দেশ পরিচালনা করার জন্যে বিরোধী দল নানা অজুহাতে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক অপবাদ শুরু করেছে । আগামী ২০২৫ সালের পার্লামেন্ট নির্বাচনে আমাদেরকে অবশ্যই বিজয়ী হতে হবে ।’এ প্রতিবেদক এলপিসি’র ইলেকটোরাল হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন। তিনি কানাডার ২৫ বছরের প্রবাসী জীবনে আমি বিগত ২০ বছরে ধরে লিবারেল দলের মেম্বার হিসাবে কাজ করছেন।