শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার উপরে, বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজারে বড় উত্থান সরকারের নির্দেশেই বিএনপি নেতাদের ওপর আক্রমণ: রিজভী নড়াইলে ২৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে পাটের আবাদ ওমানে বাংলাদেশি শ্রমিকরা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছে: প্রধানমন্ত্রী রাজনীতিতে বিরাজমান সঙ্কটের সমাধান দুরূহ : কাদের মহাকাশ স্টেশনে থাকা দুই নভোচারীর পৃথিবীতে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটছে না সাংবাদিক কনক সরওয়ারসহ এক আইনজীবীর কাছে ব্যাখ্যা চেয়েছেন আপিল বিভাগ তীব্র সমালোচনার পরেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বাইডেনের

দাউদকান্দি পৌরসভার বাজেট ঘোষণা

রাজিব হোসেন জয় (দাউদকান্দি) কুমিল্লা
  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন। রবিবার (৩০ জুন) দুপুরে পৌর ভবনের মিলনায়তনের হল রুমে ৩৫ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৬শত ৪ টাকার বাজেট ঘোষণা করা হয়।এতে ব্যয় ধরা হয়েছে, ৩০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। সমাপ্তি জের ৪ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার ৬০৪ টাকা? বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয় ১১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৯৬৯ টাকা এবং উন্নয়ন খাত থেকে ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ২ লাখ টাকা। রাজস্ব ব্যয় ৮কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ২২ কোটি ২ লাখ টাকা। বাজেটে রাজস্ব উদ্ধুত্ত ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৯৬৯ টাকা ও উন্নয়ন উদ্ধুত্ত ২ কোটি ৫ লাখ ২২ হাজার ৬৩৪ টাকা? বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ মনিরুজ্জামান, সহকারি প্রকৌশলী কামরুজ্জামান, হিসাবরক্ষক শাহাদাত হোসেন, প্যানেল মেয়র, এনামুল হক সরকার এমেল, রকিব উদ্দিন রকিব, কামরুন নাহার, কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন, মোঃ সালাউদ্দিন, আব্দুল হক মীর, দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোয়াজ্জেম প্রমূখ? ঘোষিত বাজেট পৌরবাসীর নাগরিক সেবা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র নাইম ইউসুফ সেইন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com