নওগাঁয় দাবী মৌলিক উন্নয়ন সংস্থা কর্তৃক পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটের আওতায় সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠান-২০২৪ আয়োজন করা হয়। উক্ত সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সম্মানিত পরিচালক(কার্যক্রম) জনাব মোঃ মনিরুজ্জামান চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, উপ-পরিচালক, কৃষি সস্প্রসারণ অধিদপ্তর, নওগাঁ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড.মোঃ বায়েজিদ আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, নওগা ঁসদর, নওগাঁ; জনাব ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, নওগাঁ সদর, নওগাঁ এবং জনাব মোঃ ফিরোজুল ইসলাম, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা, নওগাঁ সদর, নওগাঁ উপস্থিত ছিলেন। স্ব স্ব খাতে দৃষ্টান্ত স্থাপন করায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁ ও বগুড়া জেলার ২ জন সফল কৃষি উদ্যোক্তা, ২ জন সফল পশুপালন খামারী এবং মৎস্য চাষের ২ জন সফল উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়। কৃষি খাতে মোঃ আব্দুর রহমানকে মালচিং পেপার ব্যবহার করে বাহুবলি জাতের টমেটো চাষে সাফল্য এবং মোঃ আবু বক্কর সিদ্দিককে উচ্চমূল্যের বরই চাষে কৃত্তিত্ব অর্জনের জন্য সম্মাননা প্রদান করা হয়। মৎস্য খাতে বেলী আক্তারকে বাণিজ্যিকভাবে পুষ্টিসংবেদনশীল মলা মাছের ব্রুড ব্যাংক তৈরি এবং মোছাঃ মিতুকে মাছের পোনা চাষে সাফল্যের জন্য সম্মাননা প্রদান করা হয়। প্রাণি সম্পদ খাতে মোছাঃ সাহিদা বেগমকে বাণিজ্যিকভাবে পেকিন জাতের হাঁসের খামার স্থাপন এবং মোঃ আহসান হাবীবকে খামারভিত্তিক বাউ মুরগী পালনে সফলতার জন্য সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা হিসেবে প্রত্যেককে সম্মাননা স্বারক, নগদ ২০০০ টাকা এবং সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও স্থানীয় নারী-পুরুষ উদ্যোক্তা, কৃষক এবং সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।