বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব সাবেক বিসিসি কাউন্সিলর অসুস্থ জিয়া উদ্দিন সিকদারকে অতিরিক্ত বরিশাল চীফ মেট্রোপলিটন আদালত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করার আদেশ দিয়ে জেল হাজতে প্রেরন করেছে। রোববার (২৮) জুলাই দুপুর একটায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে আদালতে হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী আবুল কালাম আজাদ ইমন। মামলা সূত্রে জানা যায় গত ২০ই জুলাই বিকালে নগরীর চৌমাথা এলাকায় বৈষম্য বিরোধী কোটা ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ছাত্র-জনতার হত্যার জন্য বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও মহানগর বিএনপি সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে বিভিন্ন দলীয় নেতা কর্মদের নিয়ে এক শোক মিছিল বেড় করে। অপর দিকে মহানগর আওয়ামী লীগ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে এক শান্তি মিছিল বেড় করে এসময় নগরীর সিএন্ডবি সড়কে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলার এক প্রর্যায়ে মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারকে কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরবর্তীতে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার খিলগাঁও হেলর্থ এইডে চিকিৎসার জন্য ভর্তি হলে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপতার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। সেদিনের হামলা পাল্টা হামলার ঘটনায় বরিশাল মহানগর আওয়াম লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সরোয়ার রাজিব বাদী হয়ে কোতয়ালী থানায় জিয়া উদ্দিন সিকদারকে ২নং আসামী সহ নাম ধরা ৩৪ জন ও বেশকিছু অজ্ঞাত নামা আসামী করে একটি মামলা দায়ে করে। কোতয়ালী থানা পুলিশ সেই মামলায় আসামী দেখিয়ে আদালতে প্রেরন করে। আদালত আসামী পক্ষের জামিনের আবেদন শুনানী শেষে জামিন আবেদন না মঞ্জুর করে এবং আসামী জেল হাজতে সু-চিকিৎসার আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। অপরদিকে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সদস্য আটক বিএনপি নেতা কর্মীদের মামলা পরিচালনাকারী আইনজীবীরা বলেন এই পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন চার থানায় ছয়টি মামলায় বিএনপির আটক শতাধিক কর্মী জেল হাজতে রয়েছে।