শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::

শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ভারতের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৯ জুলাই, ২০২৪

বিশ্বকাপ জয়ের পরই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার ব্যাটন এখন নতুনদের হাতে। নেতৃত্বের আর্মব্যান্ড উঠেছে সূর্যকুমার যাদবের হাতে। ইতিমধ্যে বদল এসেছে কোচিংয়েও। দ্রাবিড় যুগ শেষ হয়ে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে গৌতম গম্ভীরের আমল। আর সেদিকেই নজর ছিল দেশের ক্রিকেটপ্রেমীদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে কীভাবে অভিযান শুরু করে গম্ভীর বাহিনী। আর সেখানে সহজ জয়ই অপেক্ষা করেছিল সূর্যকুমারদের জন্য। শনিবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪৩ রানে শ্রীলঙ্কাকে হারাল ভারত।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালঙ্কা। কিন্তু শুভমান-যশস্বীর দাপটে সেই সিদ্ধান্ত যে এভাবে বুমেরাং হয়ে যাবে, তা বোধহয় তিনি ভাবতে পারেননি। ভারতের দুই ওপেনার স্বভাবসিদ্ধ মারকুটে ভঙ্গিতেই ইনিংস শুরু করেন। প্রথম পাঁচ ওভারের মধ্যেই ৭০ রানের কাছে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। যদিও পরপর দুই ওভারে আউট হয়ে যান দুই তারকা। যার মধ্যে শুভমান করেন ১৬ বলে ৩৪ এবং যশস্বী করেন ২১ বলে ৪০। কিন্তু তার পরেও রানের গতি থামেনি। নেপথ্যে সূর্যকুমার যাদবের অধিনায়কোচিত ইনিংস। মাত্র ২৬ বলে ৫৮ রান করে যান তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন ঋষভ পন্থ। মাত্র ১ রানের জন্য তার হাফসেঞ্চুরি অধরা থেকে যায়। যদিও তার পর রানের গতি কিছুটা পড়ে যায়। হার্দিক পা-িয়া, রিঙ্কু সিং, রিয়ান পরাগ কারোর ব্যাটই সেভাবে চলেনি। শেষ পর্যন্ত ২১৩ রানে থামে ভারতের ইনিংস।
জবাবে ব্যাট হাতে নেমে শুরুটা খারাপ করেনি শ্রীলঙ্কাও। কুশল মেন্ডিস ও পাথুম নিসঙ্কা জুটি ধীরে ধীরে দলকে জয়ের দিকে এগিয়ে দিচ্ছিলেন। মারকুটে ব্যাটিংয়ে তাঁরাও ৬ ওভারে ৬০ রান তুলে ফেলে। দুজনের সামনে কিছুটা অসহায়ই দেখাচ্ছিল মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেলদের। তবে নবম ওভারের চতুর্থ বলে কুশল মেন্ডিসকে (৪৫) আউট করেন অর্শদীপ সিং। এর পর ১৫ তম ওভারের প্রথম বলে পাথুমকে (৭৯) তুলে নেন অক্ষর প্যাটেল। এর পর ভারতীয় বোলাররা যেন আগুন ঝরাতে শুরু করে মাঠে। দুই ওপেনার আউট হওয়ার পর আর দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা। বাকি ৫ ওভারে তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখা যায় শ্রীলঙ্কাকে। মাত্র ১৯.২ ওভারেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ২১৪ রানের জবাবে মাত্র ১৭০ রানেই অলআউট হয়ে যায় প্রতিপক্ষ। ভারতের হয়ে ৩টি উইকেট নেন রিয়ান পারাগ। অর্শদীপ ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট এবং সিরাজ ও রবি বিষ্ণোই ১টি করে উইকেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com