দেশের বিভিন্ন স্থানে মন্দির ও সনাতন ধর্মাবম্বীদের বাড়িতে হামলা, ভাংচুর, নির্যাতন, অগ্নিসংযোগের প্রতিবাদ এবং সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষার দাবিতে পটুয়াখালীতে মানব বন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান বৈষম্য মুক্ত বাংলাদেশে স্বস্তিতে বাঁচতে চাই শ্লোগান নিয়ে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও সনাতন ধর্মাবম্বীদের বাড়িতে হামলা, ভাংচুর, নির্যাতন, অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ এবং সনাতন ধর্মাবলম্বীদের সুরক্ষার দাবিতে পটুয়াখালীতে মানব বন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। রবিবার দুপুরে সনাতনী নাগরিক ও ছাত্র জনতার আয়োজনে পৌর শহরের ঝাউতলা এলাকায় শহীদ হৃদয় তড়ুয়া চত্বরে মানব বন্ধনে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীরা অংশ গ্রহন করেন। মানব বন্ধন থেকে সনাতনী সুরক্ষা আইন প্রণয়ন, সনাতনী বিষয়ক মন্ত্রণালয়’ গঠন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সনাতনীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করন সনাতনীদের উপর হামলার বিচার নিশ্চিত করনসহ আট দফা দাবি জানানো হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের কাছে ৮ দফা দাবি সম্বিলিত স্মারকলিপি প্রদান করা হয়।