রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা ফিরোজের মতবিনিময়

হুমায়ুন কবির ঝিনাইদহ
  • আপডেট সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও বিগত সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। সোমবার সকালে শহরের থানা রোডে বিএনপির দলীয় কার্ষালয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে ফিরোজ বলেন, স্বচ্ছতার মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা দেশ পরিচালন জন্য এগিয়ে যাবে। সাংবাদিকরা সমাজের দর্পন। তাদের কন্ঠ রোধ ও বাক স্বাধীনতা হরণ করেছিল স্বৈরাচার আ’লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলনে সেই স্বৈরাচার আ’লীগ সরকারের পতন হয়েছে। এখন স্বাধীনভাবে সাংবাদিকরা লিখতে পারবেন। আপনারা বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে বিগত স্বৈরাচারের ১৭ বছরের শাষনামলে অনিয়মগুলি তুলে ধরে সমাজকে কলংকিত মুক্ত করবেন। তিনি আরও বলেন, গত ৪ আগষ্টের পর থেকে কালীগঞ্জসহ সারা দেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটা নির্যাতিত সাধারন মানুষ ও ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দ্দেশনা, কোন সন্ত্রাসী, মাস্তান চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপি দল বা আমার নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেন। সংবাদ সম্মেলনে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মাহবুবার রহমান, যুগ্ন আহব্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ডাঃ নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক নজরুল ইসলাম তোতা, জবেদ আলী, অহেদ আলী ও আনোয়ার হোসেন সহ দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com