শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

বরিশালে সরকারী খাদ্য সহায়তা প্রদান

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২০

করোনায় ঘরে থাকা গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কর্মহীন, দিনমজুর ও দুঃস্থ পরিবারদের মাঝে সরকারী বরাদ্দের এবং ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়ন পরিষদের সামনে খাদ্য সহায়তা প্রদানকালে ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা জানান, নলচিড়া ইউনিয়নের সাত হাজার পরিবারের মধ্যে রেশন কার্ডের আওতায় চলতি মাসে ১৫৫০টি পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল, ৩৮২টি পরিবারকে দুইমাসের ৬০ কেজি ভিজিডির চাল এবং ১৫০জন প্রকৃত জেলে পরিবারদের মাঝে ভিজিএফের ৪০কেজি করে চাল ও সরকারীভাবে ১০০টি পরিবারকে সরকারীভাবে বরাদ্দকৃত চাল, ডালসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি তার (ইউপি চেয়ারম্যান) ব্যক্তিগত অর্থায়নে শতাধিক পরিবারের মাঝে আলু, ডাল, পিয়াজ ও তৈল বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সহকারী কমিশনার ফারিহা তানজিন, নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব। ইউপি চেয়ারম্যান আরও জানান, কেউ যেন খাদ্য সংকটে না থাকে, সেজন্য আগামী ২/১দিনের মধ্যে ইউনিয়নের বাসিন্দাদের খাদ্য সহায়তা দিতে ইউপি চেয়ারম্যান, সচিব ও ডিজিটাল সেন্টারের মুঠোফোন দিয়ে জরুরিভাবে হটলাইন চালু করা হবে।

ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com