সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

দৌলতখানে জাটকা সংরক্ষণ কার্যক্রম

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

ভোলার দৌলতখানে জাটকা সংরক্ষণ কার্যক্রম ২০২৪ পথসভা/ঘাট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ নভেম্বর উপজেলার রাধাবল্লভ এলাকার মাছঘাটে মৎস্য বিভাগের আয়োজনে এ জাটকা সংরক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে আয়োজন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাহফুজুল হাসনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মোল্লা এমদাদুল্যাহ প্রকল্প পরিচালক ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্প, মৎস্য অধিদপ্তর ঢাকা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভোলা জেলা মৎস্য অফিসার বিশ্বজিৎ কুমার দেব, বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব, দৌলতখান উপজেলা বিএনপির রাজনৈতিক সমন্বয়ক ও ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির উপদেষ্টা আকবর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল বসির মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আজম পলিন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com