মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের মাঝে অনুদান প্রদান

সোহেল মাহমুদ (বোরহানউদ্দিন) ভোলা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শাহাদাত বরণকারী ৯ জন শহীদের পরিবারকে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের তত্ত্বাবধানে উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা নিহতদের পরিবারের সদস্যসদের হাতে এ অনুদান প্রদান করেন। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বাসভবনে নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাহিদুল ইসলাম, মোঃ সুজন, লিজা বেগম, ইয়াসিন, জাকির, জামাল, সোহেল, নয়ন ও দীপ্ত দে এর পরিবারের সাথে মতবিনিময় শেষে তাদের হাতে এ অনুদানের অর্থ প্রদান করেন তিনি।
এ সময় উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রসমাজ। তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বৈরশাসক ফ্যাসিবাদী কায়দায় মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও স্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নিয়েছিলো। বাংলাদেশের জনগণকে শাসনের নামে শোষণ করে আসছিলো। কিন্তু আমাদের ছাত্র-জনতার তীব্র আন্দোলনে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরো বলেন, যে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটল সে অভ্যুত্থান সফল হয়েছে অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে। বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে অনেকেই নিহত হয়েছেন। আহতের সংখ্যাও অগণিত। এ সময় উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট কাজী আজম, যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান, পৌর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান, উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com