সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম শ্রেষ্ঠ গাইড হিসেবে পুরস্কার পেলেন মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর এসবিএসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে পারিবারিক ভাবে লুঠপাট করেছে-হাফিজ ইব্রাহিম

সোহল মাহমুদ বোরহানউদ্দিন
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

দীর্ঘবছর পর দলীয় নেতা-কর্মীদের মধ্যে কর্ম স্পৃহা ফিরিয়ে আনতে ও সংগঠনের দুর্বলতার বিষয়গুলো খুজে বেড় করতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নেতা-কর্মীদের সাথে ইতিমধ্যে প্রতিনিধি সভা করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় এবার উপজেলা ও পৌরসভার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রতিনিধি সভার আয়োজন করেছে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি। সোমবার বেলা ১১টায় উপজেলা রোডে বিএনপির উপজেলা কার্যালয়ের সামনের বালুর মাঠে এ প্রতিনিধি সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম। উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কাজী মো. আজম। প্রতিনিধি সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খান। বিগত ১৭ বছরে বিএনপির যে সমস্ত নেতা-কর্মীরা মৃত্যু বড়ন করেছেন তাদের স্মরণ করে শোক প্রস্তাব রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো, বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে উপজেলা বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, আওয়ামীলীগের সদর আসনের সাবেক এমপি তোফায়েল আহমেদ সংসদে বলেছিলো আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হলে তাদের ৫ লক্ষ্য নেতা-কর্মী মারা যাবে কিন্তুু আপনারা সারা বাংলাদেশে দেখেন কয়জন আওয়ামীলীগ এর নেতা-কর্মী মারা গেছে। আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আমার এই আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের বাড়ি আমাদের দলের লোকজন পাহাড়া দিয়ে অক্ষত রেখেছে। এসময় তিনি জামায়াতের প্রসঙ্গ টেনে বলেন জামায়াত সবসময় সুবিধাবাদির রাজনীতি করে, জামায়াত কখনো আমাদের বন্ধু ছিলোনা তারা বিএনপিকে ব্যাবহার করেছে। এসময় হাফিজ ইব্রাহিম নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচন কবে হবে তা সুনিশ্চিত ভাবে আমরা কেউই বলতে পারিনা, আমরা চাই জুন-জুলাই এর দিকে সংসদ নির্বাচন দেয়া হোক। আমরা কেউই বলতে পারিনা কবে নির্বাচন হবে তবে আপনারা এমন কিছু করবেননা যেনো আমাদের জনবিচ্ছিন্ন হয়ে পড়তে হয়। তোফায়েল আহমেদ বিনা ভোটে এমপি হয়ে। তার ভাতিজা কে বিনা ভোটে এমপি বানিয়ে তারা পারিবারিক ভাবে লুঠপাট করেছে। ভোলায় তার পরিবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেছে। তার ভাগিনা ভাতিজা সহ পরিবারের সদস্যরা লুটপাট করে ব্যাংককে বাড়ি বানিয়ে আলিসান জীবনযাপন করছে। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, জনগনের দারপ্রান্তে সেবা পৌঁছে দিতে হবে, এমন কিছু করা যাবে না যতে আওয়ামী লীগের মতো জনবিচ্ছিন্ন হয়ে পালিয়ে যেতে হয়। বিএনপি মুনাফেকি স্বাধীনতা বিরোধী দল নয়, বিএনপি ধর্মনিরপেক্ষ দল। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা ৯টি ইউনিয়নের প্রতিনিধি সভা করে উপজেলার যে সমস্ত ইউনিয়নে সমস্যা আছে সেগুলো তাকে অবহিত করেন ও দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য বলেন। এছাড়া বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আওতাধীন সকল পর্যায়ের আহ্বায়ক কমিটিগুলো আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ করতে সব ইউনিটকে নির্দেশ দেন। উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আকবর পিন্টু, সদস্য সচিব মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খান, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মূর্ধা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার,সদস্য সচিব আসিফ আলতাফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com