বিএনপি বৈষম্যমুক্ত রাজনীতি করে। আপনাদের নিকট আমার আবেদন অতি উৎসাহিত হয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। তা হলে দলের বদনাম হলে ছাড় পাবেন না। ছাত্র-জনতার এই স্বাধীনতা সুফল ধরে রাখতে হবে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ বলেন, আপনারা ১৭ বছর যত নিরীহ লোকের জমি-জমা, সম্পদ জোর করে দখল করছেন এখন তাদের কাছে গিয়ে মাফ চেয়ে, দখলকৃত সম্পদ ছেড়ে দিন। সবাই সহাবস্থানে ভোলা-২, দৌলতখান, বোরহানউদ্দিন বসবাস করুন।
তিনি আরো বলেন, পরাজিত ব্যক্তিরা জয়ীর কাছে নিরাপদ থাকাটাই মানবতা। যা আমার দল বিএনপির বৈশিষ্ট্য। ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও উন্নয়নের রূপকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ভোলার-২ আসনে প্রায় ৭ দিন-রাত পথে প্রান্তরে, পথসভা, আঞ্চলিক অফিস, উপজেলা বিএনপির অফিসে গণসংযোগকালে এ কথা বলেন।
এ ছাড়া ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের কবর ও দীর্ঘ ১৭ বছরে যে সকল নেতা-কর্মীরা মৃত্যু বরণ করেছেন তাদের কবর জিয়ারত করেন। তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। তার এই উপস্থিতিতে নেতা-কর্মীরা খুব উৎফুল্ল। দীর্ঘ ১৭ বছর পর জনগণ প্রাণপ্রিয় নেতাকে কাছে পেয়ে খুব উজ্জীবিত। এই সময় দৌলতখান-বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন ত্যাগী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।