বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. জোবায়েরুল ইসলামকে সভাপতি ও খন্দকার আসাদুজ্জামান একাডেমির সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আব্দুল মান্নান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওকুবুর হোসেন, মহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, ফকির মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম, পাকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, ঝাওয়াইল মহারানী হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেহেরুল আলম হিরা ও ভেঙ্গুলা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফেরদৌস আহাম্মেদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আয়নাল হক, যুগ্ম সম্পাদক শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক হেমনগর শশী মূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শাহিন আহাম্মেদ, কোষাধক্ষ্য সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, দপ্তর সম্পাকদ জয়নগর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন, শিক্ষা ও গবেষণা সম্পাদক হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মান্নান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মির্জাপুর হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবদুল আলিম, ক্রীড়া সম্পাদক বেড়াডাকুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেহেদী মামুন ও মহিলা বিষয়ক সম্পাদিকা শাখারিয়া খন্দকার আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস আক্তার। এ ছাড়াও পদাধিকার বলে উপজেলার প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কমিটির সদস্য। এ উপলক্ষে শনিবার (৩১ আগস্ট) দুপুরে সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আব্দুল মান্নান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওকুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলামের স ালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সাবেক প্রধান শিক্ষক আহম্মদ আলী, পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জাসাসের সভাপতি শাহনুর আহাম্মেদ সোহাগ ও সাধারণ সম্পাদক খন্দকার শরিফ প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।